Type Here to Get Search Results !

KF and Service Benefit Terms & conditions

 KF-Terms:

******* আপনার চাকুরীর বয়স যদি (৬০ মাস) বা পাঁচ বছরের কম হয় তাহলে আপনি কোম্পানী কর্তৃক প্রদেয় বাড়তি কোন (KF) / কল্যাণ ফান্ড পাবেন না। আপনার কাছ থেকে যা কর্তন করা হয়েছে তা ফেরত পাবেন। আর ‍যদি (৬০ মাস) বা পাঁচ বছরের বেশি হয় তাহলে আপনি আপনার জমাকৃত/কর্তনকৃত (KF) / কল্যাণ ফান্ড-এর দ্বিগুণ ফেরত পাবেন।


Service Benefit Terms:

***(1)*** আপনার চাকুরীর বয়স যদি ৬০ মাস বা পাঁচ বছরের কম হয় তাহলে আপনি কোম্পানী কর্তৃক প্রদেয় কোন-প্রকার সার্ভিস বেনিফিট পাওয়ার জন্য মনোনীত হবেন না। আপনাকে সার্ভিস বেনিফিট পাওয়ার জন্য চাকুরীর মোট আয়ুস্কাল কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি হতে হবে।


***(2)*** আপনার চাকুরীর বয়স যদি ৬০ মাস বা পাঁচ বছরের বেশি এবং ১২০ মাস বা দশ বছরের  কম হয় তাহলে আপনি কোম্পানী কর্তৃক প্রদেয় আপনার চাকুরীর মোট আয়ুস্কালের বা বছরের জন্য মোট ১৪ ‍দিনের বেসিক পাবেন।

যেমনঃ ( আপনার শেষ বেতনের দৈনিক বেসিক X ১৪দিন X আপনার চাকুরীর মোট আয়ুস্কাল/বছর = ফলাফল )


***(3)*** আপনার চাকুরীর বয়স যদি ১২০ মাস বা দশ বছরের বেশি হয় তাহলে আপনি কোম্পানী কর্তৃক প্রদেয় আপনার চাকুরীর মোট আয়ুস্কালের বা বছরের জন্য মোট ৪৫ দিনের বেসিক পাবেন। 

যেমনঃ ( আপনার শেষ বেতনের দৈনিক বেসিক X ৪৫ দিন X আপনার চাকুরীর মোট আয়ুস্কাল/বছর = ফলাফল )



Note: (calculation) 

ধরুন,আপনার শেষ বেতন ১০,০০০/- টাকা,তাহলে এর বেসিক ১০,০০০ এর ৫৫% = ৫৫০০/- এর ৩০ দিন এর একাংশ = ১৮৩.৩৩/- টাকা   X  ১৪ বা ৪৫  X  আপনার চাকুরীর মোট আয়ুস্কাল বা বছর = ফলাফল।


পূর্বশর্তঃ

সার্ভিস বেনিফিটের টাকা সম্পূর্ণ পেতে হলে আপনাকে ছাড়পত্র দাখিলের তারিখ হতে আগামী ৬০ দিন/ ০২ মাস চাকুরীতে ডিউটিরত থাকতে হবে। অন্যথায় ছাড়পত্র দাখিলের তারিখ হতে আগামী ৬০ দিন/ ০২ মাস পর্যন্ত যতদিন চাকুরীতে অনুপস্থিত থাকবেন ততদিনের শেষ বেতনের বেসিক কর্তন করে সার্ভিস বেনিফিটের টাকা প্রদান করা হবে।



সাইয়্যিদুল ইস্তিগফার বা তওবার শ্রেষ্ঠ দোয়া - اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ উচ্চারণ : আল্লাহুম্মা আনতা রাব্বি। লা ইলাহা ইল্লা আনতা। খালাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা আলা আহদিকা। ওয়া ওয়া’দিকা মাসতাতা’তু। আউজু বিকা মিন শাররি মা-সানা’তু। আবুয়ু লাকা বিনি’মাতিকা আলাইয়্যা। ওয়া আবুয়ু লাকা বি জাম্বি। ফাগফিরলী। ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনবা ইল্লা আনতা। অর্থ : হে আল্লাহ! একমাত্র আপনিই আমাদের প্রতিপালক। আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আপনিই আমার স্রষ্টা এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের ওপর সাধ্যানুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট হতে আপানার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উওর আপনার দানকৃত সব নেয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। কেননা, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।