KF-Terms:
******* আপনার চাকুরীর বয়স যদি (৬০ মাস) বা পাঁচ বছরের কম হয় তাহলে আপনি কোম্পানী কর্তৃক প্রদেয় বাড়তি কোন (KF) / কল্যাণ ফান্ড পাবেন না। আপনার কাছ থেকে যা কর্তন করা হয়েছে তা ফেরত পাবেন। আর যদি (৬০ মাস) বা পাঁচ বছরের বেশি হয় তাহলে আপনি আপনার জমাকৃত/কর্তনকৃত (KF) / কল্যাণ ফান্ড-এর দ্বিগুণ ফেরত পাবেন।
Service Benefit Terms:
***(1)*** আপনার চাকুরীর বয়স যদি ৬০ মাস বা পাঁচ বছরের কম হয় তাহলে আপনি কোম্পানী কর্তৃক প্রদেয় কোন-প্রকার সার্ভিস বেনিফিট পাওয়ার জন্য মনোনীত হবেন না। আপনাকে সার্ভিস বেনিফিট পাওয়ার জন্য চাকুরীর মোট আয়ুস্কাল কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি হতে হবে।
***(2)*** আপনার চাকুরীর বয়স যদি ৬০ মাস বা পাঁচ বছরের বেশি এবং ১২০ মাস বা দশ বছরের কম হয় তাহলে আপনি কোম্পানী কর্তৃক প্রদেয় আপনার চাকুরীর মোট আয়ুস্কালের বা বছরের জন্য মোট ১৪ দিনের বেসিক পাবেন।
যেমনঃ ( আপনার শেষ বেতনের দৈনিক বেসিক X ১৪দিন X আপনার চাকুরীর মোট আয়ুস্কাল/বছর = ফলাফল )
***(3)*** আপনার চাকুরীর বয়স যদি ১২০ মাস বা দশ বছরের বেশি হয় তাহলে আপনি কোম্পানী কর্তৃক প্রদেয় আপনার চাকুরীর মোট আয়ুস্কালের বা বছরের জন্য মোট ৪৫ দিনের বেসিক পাবেন।
যেমনঃ ( আপনার শেষ বেতনের দৈনিক বেসিক X ৪৫ দিন X আপনার চাকুরীর মোট আয়ুস্কাল/বছর = ফলাফল )
Note: (calculation)
ধরুন,আপনার শেষ বেতন ১০,০০০/- টাকা,তাহলে এর বেসিক ১০,০০০ এর ৫৫% = ৫৫০০/- এর ৩০ দিন এর একাংশ = ১৮৩.৩৩/- টাকা X ১৪ বা ৪৫ X আপনার চাকুরীর মোট আয়ুস্কাল বা বছর = ফলাফল।
পূর্বশর্তঃ
সার্ভিস বেনিফিটের টাকা সম্পূর্ণ পেতে হলে আপনাকে ছাড়পত্র দাখিলের তারিখ হতে আগামী ৬০ দিন/ ০২ মাস চাকুরীতে ডিউটিরত থাকতে হবে। অন্যথায় ছাড়পত্র দাখিলের তারিখ হতে আগামী ৬০ দিন/ ০২ মাস পর্যন্ত যতদিন চাকুরীতে অনুপস্থিত থাকবেন ততদিনের শেষ বেতনের বেসিক কর্তন করে সার্ভিস বেনিফিটের টাকা প্রদান করা হবে।